• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:১১
  • আর্কাইভ

চরশাহীতে যুবলীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

৫:২৬ অপরাহ্ণ, জুলা ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবলীগের কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুলাই) রাত ১০টার দিকে চরশাহীর রফিক মার্কেটে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ হামলা চালানো হয়।

এ সময় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
তবে পুলিশ বলছে ঘটনাটি সাজানো হতে পারে। কিন্তু স্থানীয় যুবলীগ নেতারা হামলার ঘটনার জন্যওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদকে দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল করিম রিয়াজ জানান, গোলজার চেয়ারম্যানের নির্দেশেই যুবলীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের সদস্য রবিন, জাসদ নেতা সালাউদ্দিন স্বপন, আবদুল, বাবলু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারিকে ভাঙচুর করতে দেখেছে স্থানীয়রা। তারা গোলজারের অনুসারি হিসেবে পরিচিত।

তিনি আরো জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও কার্যালয়ের চেয়ার-টেবিল, টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। পরিকল্পিত এ হামলার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

অভিযোগ অস্বীকার করে চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, কার্যালয়টি রিয়াজের ব্যক্তিগত, যুবলীগের নয়। তিনি নিজেই কার্যালয় ভাঙচুর করিয়েছে। আমার কোনো লোক এই ঘটনায় জড়িত নয়। ওই কার্যালয়ে তারা বিভিন্ন অপকর্ম করে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মফিজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। ভাঙচুরের ঘটনাটি সাজানো হতে পারে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com