• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:৪০
  • আর্কাইভ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ম্যাগাজিন ‘উল্লাসের’ মোড়ক উম্মোচন

৬:৫৪ পূর্বাহ্ণ, ডিসে ১৬, ২০১৭

লক্ষীপুর (চন্দ্রগঞ্জ) সংবাদদাতা :

মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ম্যাগাজিন ‘উল্লাস’ প্রকাশণার মোড়ক উম্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এর আগে অনুষ্ঠানের শুরুতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৌরব হোসের রুবেল পাটৌয়ারী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, সিনিয়র সাংবাদিক কামালুর রহিম সমর, কাজী  মাকছুদুল হক, সাহাদাত হোসেন দিপু, সোহেল মাহমুদ মিলন, জাহিদুর রহিম, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা ও সাংবাদিক প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। সংবাদ মাধ্যমে তুলে ধরা তথ্য থেকে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। এতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। আগামী দিনেও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সকল ভালো কাজে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও সমর্থন থাকবে বলে পুলিশ সুপার মন্তব্য করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com