১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিভিন্নস্থানে স্থানে জন সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে চন্দ্রগঞ্জ বাজারের একটি মসজিদে তিনি সচেতনতামূলক বক্তব্য দেন। পরে বাজারের জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করেন।
রাতে সদর উপজেলার মান্দারী বাজারে আসেন তিনি। এ সময় প্রায় শতাধিক লোকজনের হাতে মাক্স তুলে দেন।
পরে হ্যান্ড মাইকে বাজারে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে বক্তব্য দেন। এ সময় তিনি সবাইকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিতে বলেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বের হতে হলে মুখে মাক্স ব্যবহার করবেন। বাড়ি ফিরে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন। বাড়ির বাহিরে একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুদি, কাঁচা মাল এবং ওষুধ ব্যতীত আর কোন দোকান খোলা রাখা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করবেন। হোটেল বা চায়ের দোকান খোলা থাকবে না।
তিনি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অতিরিক্ত না রাখার নির্দেশনা দেন। এছাড়া লোকজনকে সব ধরণের জন সমাগম এড়িয়ে চলার আহ্বান জানান ওসি।