• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:২৫
  • আর্কাইভ

চন্দ্রগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির সাজানো অভিযোগের প্রতিবাদ সভা

১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবলীগ নেতা আবদুর রাজ্জাক রিংকুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা দাবি করে প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এ আয়োজন করা হয়। রিংকু চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২৭ ফেব্রুয়ারি সকালে মুজাহিদুল ইসলাম নামে এক কিশোরকে চন্দ্রগঞ্জের শ্রমিক হোটেল ম্যানেজার মো. জসিম মারধর করে৷ রতে মুজাহিদ বিষয়টি যুবলীগ নেতা রিংকুকে জানায়। এতে প্রতিবাদ করায় শ্রমিক হোটেলের বর্তমান মালিক ফয়সাল ফরহাদ যুবলীগ নেতার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় যুবলীগ নেতাকে গালমন্দও করে। গালমন্দ সহ্য করতে না পেরে ফরহাদকে তিনি দুটি থাপ্পড় দেন। ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করতে ফরহাদ তার বিরুদ্ধে চাঁদাবাজির নাটক সাজিয়েছে।

বক্তারা জানান, ফরহাদ নেশার সাথে জড়িত। সে নেশা করে হোটেল কর্মচারীদের মারধর করতো।

ফয়সাল ফরহাদ সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শ্রমিক হোটেলের বর্তমান মালিক ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী।

প্রতিবাদ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. সাহাব উদ্দিন, যুগ্ম-আহবায়ক আবদুর রাজ্জাক রিংকু, কৃষক লীগ নেতা মো. সেলিম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

মুজাহিদুল ইসলাম বলেন, শ্রমিক হোটেলের কাজ ছেড়ে আমি পাশবর্তী কাশফুল ফাস্টফুডে যোগ দিই। ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে আমি শ্রমিক হোটেলে নাস্তা করতে যাই। চলে আসার সময় হোটেলের ম্যানেজার আমাকে বাধা দেয়৷ কারণ জিজ্ঞেস করলে আমাকে গালমন্দ করেন তিনি। একর্যায়ে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। পরে একটি লোহার পাইপ নিয়ে আমাকে পিটিয়েছে জসিম। বিষয়টি নিয়ে আমি যুবলীগ নেতা রিংকুকে জানায়। রিংকু এ বিষয়ে জানতে চাইলে হোটেলের মালিক ফরহাদ গালমন্দ করে। গালমন্দ সহ্য করতে না পেরে তিনি হোটেল মালিককে চড় দেয়। আমাকে মারধরের ঘটনা দামাচাপা দিতেই রিংকু মামার বিরুদ্ধে চাঁদাবাজির নাটক সাজিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com