২:০৫ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৯
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২ বছর ৩ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. বেল্লালকে (১৬) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওইদিন বিকালে আহত শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত বেল্লাল একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
ক্ষতিগ্রস্ত শিশুর মা জানান, প্রতিবেশি বেল্লাল (দুর সম্পর্কের ভাশুরের ছেলে) প্রতিদিনই এসে তার শিশু কন্যাকে কোলে নেয়, আদর করে। সকাল ১০ টার দিকে বেল্লাল এসে তার মেয়েকে কোলে করে নিয়ে যায়। ৩০ মিনিট পর রেখে যায়। পরে তার শিশুকন্যা ধষর্ণের বিষয়টি জানায়, এসময় তিনি মেয়ের গোপনাঙ্গে রক্তখরন হতে দেখেন। পরে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। থানা থেকে শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন বলেন, বিকালে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মফিজ উদ্দিন জানান, ধষর্ণের অভিযোগে বেল্লাল নামের এক কিশোরকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩