• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৩৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া

১০:৪৪ পূর্বাহ্ণ, এপ্রি ১২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর থানা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, বিশেষ বক্তা পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদার, মনির হোসেন হেলাল, কামরুল ইসলাম পাটওয়ারী, নাজমুল শাহাদাত ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

পৌর ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান আলমগীর কাউন্সিলর। সঞ্চালনা করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলম ভূঁইয়া।

উপস্থিত ছিলেন, পৌর বিএনপি নেতা অজি উল্যা, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন রতন, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ কাজল, সদর থানা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, যুগ্ম আহ্বায়ক মির্জা মাকসুদ, ফয়েজ আহমদ, সাজ্জাদ হোসেন শুভ, মো. ইউসুফ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com