• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:১২
  • আর্কাইভ

কারাগারের জেলার ও কারারক্ষীদের বিরুদ্ধে গ্রামবাসীদের হয়রানির অভিযোগ

৪:৩২ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার ও কারারক্ষীদের বিরুদ্ধে কারাগার সংলগ্ন স্থানীয় গ্রামবাসীদের হয়রানির অভিযোগ ওঠেছে।

রোববার (৩০ জুন) হয়রানি থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র দিয়েছে স্থানীয়রা।

অভিযোগ পত্রে জেলা কারাগারের জেলার শাহ আলম সহ আরও ১৫ কারারক্ষীর নাম উল্লেখ করা হয়।

জেলার সদর উপজেলার পৌর এলাকার আটিয়াতলী গ্রামের কারাগার সংলগ্ন ১০৭ জন বাসিন্দার স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগপেত্র জেলার শাহ আলম ও কারারক্ষীদের বিরুদ্ধে কারা অভ্যন্তরে মাদক ব্যবসার অভিযোগ তোলেন।

গ্রামবাসীরা জানান, জেলার শাহ আলম কারাগারে দায়িত্ব পালনের পর থেকে কারাগারের আশপাশ ও কারা অভ্যন্তরে মাদকের ব্যবস্যা বৃদ্ধি পেয়েছে । সম্প্রতি আলমগীর নামের এক কারারক্ষী কারাগারের পেছনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। বিষয়টি পুলিশকে জানানোর আগেই জেলার শাহ আলম অন্য কারারক্ষীদের নিয়ে সাধারণ গ্রামবাসীদের উপর হামলা করে। এ সময় অভিযুক্ত কারারক্ষীকে ছিনিয়ে নিয়ে গ্রামের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন জেলার। মামলার পর থেকে কারাগারের কারারক্ষীরা কোন ওয়ারেন্ট কপি ছাড়াই আসামী খোঁজার নামে গভীর রাতে স্থানীয় বাসিন্দাদের ঘরে প্রবেশ করে তাদের হয়রানি করে। এতে গ্রামের লোকজনের মধ্যে ভয় ও অাতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com