১১:৩৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারী আনোয়ার হোসেন (৫৭) মারা গেছেন। সোমবার (২২ জুন) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
আনোয়ার হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের আলি আজমের ছেলে।
বিষয়টি নিশ্চত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন বলেন, করোনা উপসর্গ- জ্বর, সর্দি, কাঁশি ও শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। রাতেই তিনি মার যান। পরে নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে।