১১:২৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ জুন) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন জানান, কয়েকদিন থেকে সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার অসুস্থ ছিলেন। তাঁর করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। গত বুধবার পর্যন্ত তিনি করোনা নেগিটিভ ছিলেন।
পরে আবারও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। সোমবার সকালে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
৩:১০ অপরাহ্ণ, জানু ২৬, ২০২১