৯:৪৩ পূর্বাহ্ণ, আগ ১৯, ২০১৭
বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নুর সোহাগকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৮ আগস্ট) রাতে চর ফলকন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোহাগ উপজেলার চর ফলকন ইউনিয়নের আয়ুবনগর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক।
দলীয় সূত্রে জানা গেছে, সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে সোহাগের নেতৃত্বে হাজিরহাট বাজারে পোস্টার লাগানো হয়। এছাড়াও শনিবার সকালে আনন্দ মিছিলের পরিকল্পনা করায় পুলিশ তাকে আটক করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।