৫:৩৩ অপরাহ্ণ, জানু ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (এলটিইএ) এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উত্তর বাজার, মাতব্বরহাট লঞ্চঘাট ও পাটওয়ারীর হাট বাজারে ১৫০ টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কৌশিক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু ছায়েদ কিরনের সার্বিক তত্ত্বাবধানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম, ইঞ্জিনিয়ার মো. সেলিম, আবদুল কাদের মিঠু, ইমরান, নুর আলম, রিপন, কমলনগরের হাজিরহাট তোয়াহা স্মৃতি সংসদ ও পাঠাগারের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাসেল, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন সুজন প্রমুখ।
এলটিইএ এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে শুক্রবার অসহায় ১৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে অসহায়দের গরীবদের আরও কম্বল বিতরণ করা হবে। এছাড়া সংগঠটি সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
১০:৫৬ অপরাহ্ণ, এপ্রি ১৪, ২০২১