৮:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে বাসচাপায় মোটরসাইকেলের আরোহী আবদুল মান্নান (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্ত্রী জাহানারা আক্তার।
শনিবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট বাজারেট অদূরে নূরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান এবং তার স্ত্রী জাহানারা কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন চরকালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মান্নান চর কালকিনি গ্রামের নাছিরগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, দুপুরে আবদুল মান্নান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কমলনগরের হাজির হাটের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আর তার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩