৫:০৩ অপরাহ্ণ, অক্টো ০১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে গাছ চাপায় সুরাইয়া বেগম (৩৩) নামের এক হতদরিদ্র নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে গাছের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী চর জাঙ্গালিয়া গ্রামের মো. মিজানের স্ত্রী। তিনি দু’সন্তানের জননী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে এ নারী নদীর পাড়ে মাছ খুঁজতে যায়। সেখানে গাছ কাঁটার সময় হঠাৎ গাছের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
উপজেলার চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান হাজী হারুন অর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।