• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | ভোর ৫:০৭
  • আর্কাইভ

কমলনগরে গভীর রাতে আগুনে পুড়ে ৫ দোকান ছাই, ৩৬ লাখ টাকার ক্ষতি

৩:৫২ অপরাহ্ণ, আগ ২৪, ২০১৯

কমলনগর সংবাদদাতা :

লক্ষ্মীপুর কমলনগর আনন্দ বাজার(আন্দার ঘর) আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৪ আগষ্ট) রাত আনুমানিক ২টার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়েছে বলে জানান স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা।

ঐ সময় পুলিশের টহলরত একটি দল প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কমলনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ততক্ষণে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- ডাঃ জসিমের জনসেবা ফার্মেসী, ক্ষতির পরিমাণ হল ৫লক্ষ টাকা, ডাঃ গৌতমের হোমিও দোকান, ক্ষতির পরিমাণ ৫০,০০০টাকা, লিটনের লিটন এন্টার প্রাইজ (সার কীটনাশকের দোকান) ক্ষতির পরিমাণ ৬লক্ষ টাকা, অলি মেস্তুুরীর ফার্নিসার দোকান, ক্ষতির পরিমাণ ২লক্ষ টাকা, বাবুলের সেলুন দোকান, ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।

৪টি দোকান ঘর মালিক মোঃ মোস্তাফা জানান তার দোকান ঘরের ক্ষতির পরিমাণ প্রায় ১৬লক্ষ টাকা। আর একটি দোকান মালিক ইসমাইল হোসাইন সাবেক মেম্বার জানান তার ক্ষতির পরিমাণ প্রায় ৫লক্ষ টাকা।

আগুনে পুড়ে ৫টি দোকানের মালামাল ও দোকান ঘরসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩৬লক্ষ টাকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com