৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রু ০২, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে বিবি রহিমা (৪৫) নামের একজন নারী নিহত হয়েছেন। নিহত নারী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) চর কাদিরা ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন বাহারের স্ত্রী ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-চকবাজার সড়কের বেড়ির মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিবি রহিমা ফজুমিয়ারহাট থেকে ইজিবাইকে চক বাজার এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে চক বাজার রাস্তার মাথায় বেড়ি থেকে ইজিবাইকটি নামতে গেলে ছয়জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন যাত্রী আহত হন। গুরুতর আহত বিবি রহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩