১২:৫১ অপরাহ্ণ, এপ্রি ১৯, ২০২০
প্রবাহ ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুরের কমলনগরে এসে আত্নগোপনে যাওয়া সেই নারীর করোনা ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করতে চিকিৎকদের তিনবার যেতে হয়েছে তার বাড়ি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে আত্নগোপন থেকে খুঁজে বের করে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠালে তার করোনা ধরা পড়ে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের বিআইটিডিআইতে পরীক্ষায় লক্ষ্মীপুরের ১৭জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে রামগঞ্জে ১৩জন, সদরে একজন ও কমলনগরে তিনজন রয়েছেন। কমলনগরের ওই তিন জনের একজন হলেন নারায়ণগঞ্জ ফেরত নারী।
জানা গেছে, নারায়ণগঞ্জ লকডাউনের পর ওই নারী স্বামী সন্তান নিয়ে কমলনগরে আসেন। শুক্রবার (১০ এপ্রিল) খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপজেলার চর মার্টিন গিয়ে সেই নারীর স্বামীর নমুনা সংগ্রহ করেন। এসময় সন্তান নিয়ে আত্নগোপনে যায় নারী।
দ্বিতীয় বার গিয়েও তাকে পাওয়া যায়নি; অবশেষে তৃতীয় বার তার দেখা মেলে। পরে তার ও শিশুসন্তানের নমুনা সংগ্রহ করা হয়। ওই সময় তার মধ্যে কোনো করোনা উপসর্গ ছিল না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহেরের বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা চলছে। তাদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।
৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১
৮:২২ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১