৮:০৪ অপরাহ্ণ, এপ্রি ২৩, ২০২০
কমলনগর সংবাদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। সেখানে রেখেই তাদের চিকিৎসা প্রদান কবরে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজের আইসোলেশন কেন্দ্রে তাদেরকে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, উপজেলার চরলরেন্স এলাকার এক শিশু, চরফলকন এলাকার এক পরিবহন শ্রমিক এবং চরমার্টিন এলাকার এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো। বৃহস্পতিবার তাদেরকে আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয়েছে।