১১:০১ অপরাহ্ণ, সেপ্টে ১০, ২০২২
জীবন তোমাকে ছাড়া বড়ই বেরসিক
যেন রঙ ছাড়া রঙের কৌটো
ফিতে ছাড়া চুলের বিনুনি
মলাট ছাড়া বই কিংবা রং ছাড়া ধূসর ঘাস
অথবা মুকুট বিহীন রানী।
প্রিয়তম মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে
তোমাকে ছাড়া কেন এত অসহায় মনে হয়
তুমি আমার অভ্যেস
যাকে ছাড়া রুটিন এলোমেলো
নাকি এখনও তুমি মুগ্ধতা
যে মুগ্ধতা আমাকে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে রেখেছে ।
এক মূহূর্ত তোমাকে ছাড়া
থাকতে পারিও যদি
অনেক মূহূর্ত নয়
কারন জানি তুমি আমার ছায়াসঙ্গী।
হৃদয় নীড়ে তোমার একছত্র বাস
আমার পুষ্পকাননের
সুবাস তোমারি জন্যে
হে প্রিয়তম
ভালোবেসে তোমাতে আমারি বাস।
কলমে – ফাতেমা-তুজ-জোহরা (মনিকা মুক্তা)
উপ-সহকারী প্রকৌশলী
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
সদর উপজেলা, লক্ষ্মীপুর।