• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৩৩
  • আর্কাইভ

এরশাদের গাছের বরই খালেদা জিয়াকে খাওয়াতে কারা কর্তৃপক্ষকে জাতীয় পার্টির অনুরোধ 

৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রু ০৯, ২০১৮

প্রবাহ ডেস্ক :

জিয়া অরফানেজ ট্রাষ্ট ‍ দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড প্রদান করে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রতীকী ছবি

একসময় এই একই কারাগারে বন্দি ছিলেন জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ। তখন তিনি একটি বরই গাছ লাগিয়েছিলেন। সেই গাছে এখন বরই ধরেছে। তাই এরশাদের লাগানো গাছের বরই খালেদা জিয়াকে খেতে দিতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। তবে খালেদা জিয়া সে গাছের বড়ই খাবেন কিনা, বা কারা কর্তৃপক্ষই বা তাঁকে খেতে দেবেন কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ অনুরোধ জানান।

ইয়াহইয়া চৌধুরী বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বেগম জিয়া একদিন হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা অপরাধে কারাগারে পাঠিয়েছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই জেলখানায় এখন খালেদা জিয়া!

তিনি আরও বলেন, ২৮ বছর আগে কারাগারে থাকা অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ যে বরই গাছ লাগিয়েছিলেন তাতে এখন বরই ধরেছে। কারাবিধান অনুযায়ী এ বড়ই খাওয়ার সুযোগ থেকে থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খেতে দেওয়া হোক।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com