৯:৩৯ অপরাহ্ণ, এপ্রি ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৫০ এর উপরে।
রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে কালের প্রবাহকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জে তাবলিগ জামায়াতে গিয়েছেন। সেখান থেকে নিজ গ্রামে চলে আসেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ৯ এপ্রিল ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডি তে পাঠায়। রবিবার রাতে নমুনার ফলাফল পজিটিভ আসে।
এর আগে শনিবার রাতে জেলার রামগঞ্জে ৩২ বছর বয়সী এক যুবকের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাকে রাজধানী ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে লক্ষ্মীপুর জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
৩:১০ অপরাহ্ণ, জানু ২৬, ২০২১