১০:৫৪ অপরাহ্ণ, জুন ০২, ২০২০
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহকে বিদায় ও নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ডিপিএইচই পরিবার ও ঠিকাদারবৃন্দ ।
মঙ্গলবার (২জুন) দুপুরে লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও বরণ সংবর্ধনা আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রায়পুর উপজেলার উপ-সহকারি প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলার উপ সহকারি প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার, রামগতি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরা, কমলনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পানেদা আক্তার, প্রাক্কলনিক সোহেল চন্দ্র দাস ও ঠিকাদারসহ অফিসের কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এর আগে অধিদপ্তরের পৃথক আদেশে মোহাম্মদ নাসরুল্লাহ্কে চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী হিসেবে এবং নোয়াখালী জেলার সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়।
১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১