৭:৪৬ অপরাহ্ণ, নভে ১২, ২০১৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পাওয়ায় রায়পুরের কৃতি সন্তান মো. ওমর ফারুক খানকে সংবর্ধনা দিয়েছেন রায়পুরস্থ ইসলামী ব্যাংক পরিবার। গত শুক্রবার বিকেলে রায়পুরের বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রায়পুর শাখার ম্যানেজার মো. মজাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিবিএল লোকাল অফিসের ডিএমডি মো. ওমর ফারুক খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিবিএল হেড অফিসের এসপিও আমিমুন এহসান, আইবিবিএল চাটখিল শাখার ম্যানেজার মো.আমির হোসেন, লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মাসুদুর রহমান খান ভুট্টু, বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাফাজ্জল হোসেন, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বামনী দারুস সুন্নত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মুতালেব বাহার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন শাখার কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি।
পরে সংবর্ধিত অতিথি ডিএমডি মো. ওমর ফারুক খানের হাতে ক্রেষ্ট তুলে দেন রায়পুরস্থ ইসলামী ব্যাংক পরিবার। (সংবাদ বিজ্ঞপ্তি)
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩