১:০৮ পূর্বাহ্ণ, ডিসে ০৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ (সদর) আসনের সংসদ সদস্য এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন।
প্রফেসর ড. আব্দুল খালেককে চেয়ারম্যান ও শামসুন নাহার চাঁপাকে সদস্য সচিব করে ৪০ সদস্য বিশিষ্ট শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার (৭ ডিসেম্বর) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটির অন্য সদস্যরা হলেন- আফছারুল আমীন এমপি, আব্দুল কুদ্দুস এমপি, আব্দুস সোবাহান গোলাপ এমপি, এম এ মতিন এমপি, এইচ এম বদিউজ্জামান সোহাগ, এস এম জাকির হোসেন, সোহেলী সুলতানা সুমী, প্রফেসর ড. জাকিয়া পারভীন (ঢা. বি), অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (ঢা. বি), প্রফেসর (অবঃ) মোহাম্মদ নুরুল্লাহ (রা. বি), প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম (রা. বি), প্রফেসর ড. আবুল কাশেম (রা. বি), প্রফেসর প্রিয়ব্রত পাল (জ. বি), অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া (ঢা. বি), অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন (ঢা. বি), ড. শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসেন আরা, সহযাগী অধ্যাপক জোবায়ের আলম (ঢা. বি.), আলহাজ্ব কে এম আবিদুর রহমান লিটু, শিউলী আফসার, নুরজাহান আক্তার সবুজ, জেনিফার ইউসুফ বিনু, শেখ মোঃ মামুন-উর-রশিদ।
এছাড়াও রয়েছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মতিউর রহমান লালটু, নুরুল ইসলাম বিজন, এস এম মনিরুল ইসলাম মনি, মোর্শেদুজ্জামান সেলিম, নাজিম উদ্দিন তালুকদার, রওশন আলম, তাপসী ব্যানার্জী, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, ছাব্বির হোসেন, মেহেদী জামিল এবং মুজাহিদুল হক সৌরভ।