• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৪৫
  • আর্কাইভ

আমি নামাজ পড়ি নিয়মিত : প্রধানমন্ত্রী

২:১৯ অপরাহ্ণ, ডিসে ১৪, ২০১৮

প্রবাহ ডেস্ক :

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই আয়োজিত অনুষ্ঠানে ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণ-তরুণীদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং নিজের জীবনের গল্প বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি নামাজ পড়ি নিয়মিত।

স্বাস্থ্য ঠিক রাখা সংক্রান্ত ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, গণভবনে থাকা অনেকটা বন্দিজীবনের মতো। ইচ্ছে করলে আমি বের হয়ে চলে যাব, হাঁটবো সেগুলো সুযোগ হয় না। ওর মধ্যেই একটু চেষ্টা করি হাঁটাচলা করতে, একটু সকালের দিকে উঠে ওখানে খোলা একটা ছাদ আছে, সেখানে হাঁটি।

খাওয়া ধাওয়ার ব্যপারে তিনি বলেন, আসলে খুব পরিমিত খেতে পারলে ভালো হয়। যখন যা পাই, খেয়ে নেই। আসলে খাওয়া নিয়ে আমার কোনো বাছ-বিচার নেই। পরিমিতভাবে খাওয়া, চিন্তা-ভাবনাটাকে একটু স্বচ্ছ রাখা। আর সবচেয়ে বড় কথা আমি ভালো থাকবো এই চিন্তাটা করা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com