• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৫৪
  • আর্কাইভ

আবরার হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪:০৪ অপরাহ্ণ, অক্টো ০৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বাংলাদেশ প্রকৌশল বিশ^ বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের চক বাজার থেকে শুরু হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা আবদুর রহিম রাজন, আমির আহম্মদ রাজু, রেজোয়ান হোসেন আকবর, আবদুল্লাহ আল খালেদ, দেলোয়ার হোসেন শিমুল, আবদুস শহিদ ও মেহেদি হাসান রাসেল প্রমুখ।

বক্তরা বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি করে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতন্ত্র নেই বলেই আবরার হত্যার মতো ঘটনা ঘটেছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই সাধারণ ছাত্ররা নির্যাতিত হচ্ছে। আমরা খালেদা জিয়ার মুক্তি ও আবরার হত্যার দ্রুত বিচার চাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com