১২:২৬ অপরাহ্ণ, আগ ১১, ২০২০
নাজনীন নিগার হীরা, নেদারল্যান্ডস : মানুষের মনোজগতের কুসংস্কার ও অন্ধকার দুর করে আলোকিত মানুষের পৃথিবী গড়তে আনুষ্ঠানিক ভাবে “সেঁজুতি নেদারল্যান্ডস ”এর যাত্রা শুরু করেছে।
শনিবার (৮ আগষ্ট ) স্থানীয় সময় সকালে নেদারল্যান্ডসের ওয়াখেনিখেন শহরের “কুইন অফ ইন্ডিয়া ”রেস্তোরায় পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী মধ্য দিয়ে “সেঁজুতি”র যাত্রা শুরু হয়।
সেঁজুতি বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মুরাদ আল হাসান চৌধুরী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করেন । এসময় তিনি সেঁজুতি নেদারল্যান্ডসের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । মানুষের মনো জগতের কুসংস্কার,অন্ধকার দুর করে আলোকিত মানুষের পৃথিবী গড়তে , ভেতরের আলোকে জ্বালাতে হবে বলে মনে করেন তিনি ।
সেঁজুতির সংগঠক নাজনীন নিগার হীরা এবং মেহদি হাসান মাসুদ এর অনবদ্য দ্বৈত সঞ্চালনায় সেঁজুতি নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর ফারজানা পুষ্পিতা তার স্বাগতিক বক্তব্যর মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয় ।
ফারজানা পুষ্পিতা বলেন, সেঁজুতি নেদারল্যান্ডসের সূচনা ,লক্ষ্য, উদ্দেশ্য,কার্যক্রম কেমন হবে ।সেঁজুতি মানে হচ্ছে সাঁঝের বাতি । যেখানে অন্ধকার সেখানে আলোর দরকার, অন্ধকার আলোকিত করা এবং আলোকিত মানুষ গড়ায় বাংলাদেশের মুক্তি যুদ্ধের চেতনা ও সংস্কৃতি ভিত্তিক মানবাধিকার সংগঠন হবে আমাদের সেঁজুতির লক্ষ্য ও উদেশ্য ।আমাদের দেশ এবং দেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা,বাঙ্গালী সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবাধিকার সচেনতা গড়ে তোলাই সেঁজুতির মুখ্য কাজ ।
তিনি আরও বলেন নেদারল্যান্ডস বাংলা ভাষী শিশুদের প্রমিত উচ্চারণে বাংলা শেখা ,আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রশিক্ষণের মাধ্যমে আপাতত যাত্রা শুরু করবেন বলে আশা ব্যক্ত করছেন ।বাংলা সংস্কৃতিকে বিস্তৃত করতে প্রকৃত সংস্কৃত মনা ,প্রগতিশীল, নারী ও তরুনদের নেতৃত্ব খুবই জরুরি। আজকের সেঁজুতি নেদারল্যান্ডস এর সৃষ্টিই হবে আগামী সেঁজুতি নেদারল্যাডস এর বাংলা কৃষ্টি ।
এছাড়াও বক্তব্য রেখেছেন সেঁজুতি নেদারল্যান্ডসের সংগঠক রেবেকা সুলতানা মুক্তি। তিনি বলেন ,মুক্তার সন্ধানে মানুষ যেমন ঝিনুক খুঁজে ,তেমনি অনেক ঝিনুক থেকে ছেঁকে সহকর্মীদের বের করেছেন । সেঁজুতির সূচনা লগ্ন থেকে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠক সুদীপ্ত, সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নেওয়াজ রহমান ,ওয়াফি দেলোয়ার এবং শাহারিয়ার বারী প্রমূখ ।
৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১
১০:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
২:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১