১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রি ১৪, ২০২০
চারদিকে খা খা জনমানবহীন
শুনোছি আজ পহেলা বৈশাখ
বাঙালির হাসি- খুশির দিন
কিন্তু আজ কেন সব
মুখ থুবড়ে পড়ে আছে!
করোনার মরণ থাবায়
বাঙালি আজ চোখের জলে ভাসে।
কোথায় রমনা বটমূলের
বর্ষবরণ আগমনী গান
লাল পাড় সাদা শাড়ি
বদলে আজ হয়ে গেছে
সাদা -আকাশী সুরক্ষা সামগ্রী
মঙ্গল শোভাযাত্রার বদলে
সবর্ত্র ত্রাণের হাহাকার
চারুকলার আজব মুখোস নয়
পরেছে সবাই সুরক্ষাকারী মাস্ক।
বাদ দিয়ে পান্তা ইলিশ
খুজছে জাতি করোনা টেস্টের কীট।
আজকে নয় গলায় গলায় ভাব
বাঁচতে হলে থাকতে হবে
নিরাপদ দূরত্বে
বর্ষবরণ ভুলে চলো বাঙালি
নিজেদের করোনা থাবা হতে
রক্ষা করি আজ।
পান্তা-ইলিশ উৎসবের বদলে
গরীব -দুঃখীর মুখে অন্ন তুলে দিই
পরাজয়ের ভয়ে ভীত নয়কো বাঙালি
বীরের জাতি যুদ্ধ আজ
ঘরের ভেতরে করো
নিজেদের আটকে রাখ
সামালে রেখে চলো।
আজকে যারা দেশের তরে
জীবন বাজি রেখে
করছে জাতির সেবা
রুগ্ন দুঃখী অভাগারে
ঠাঁই দিয়েছে বুকে
এসো সবাই মিলে
জানাই তাদের লাল সালাম।
রচনাকাল ০১/০১/১৪২৭ বঙ্গাব্দ
১৪ এপ্রিল ২০২০খ্রিষ্টাব্দ