৮:৩৫ পূর্বাহ্ণ, নভে ১৯, ২০১৭
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে পরীক্ষা কেন্দ্র থেকে অভিভাবকদের সরাতে গিয়ে দলাদলিতে এক অভিভাবক ও বহিরাগতদের আক্রমণের কবলে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী কেন্দ্রে এঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল তোফায়েল, অভিভাবক সদস্যের নাম জানা যায়নি।
জানা যায়,প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা রবিবার থেকে শুরু । পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র এলাকা ১৪৪ ধারা থাকলেও পরীক্ষার হল থেকে অভিভাবক ও বহিরাগতরা হল ছেড়ে না যাওয়া দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথমে হল ছেড়ে যেতে অনুরোধ করেন তাঁদেকে। এতে অভিভাবক ও বহিরাগতরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়।এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পরিস্থিতিতে পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে সাময়িক বিঘ্নয় ঘটে।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মনিকা জানান, পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারি দেয়াল না থাকায় খোলামেলা হওয়াতে পরীক্ষার্থীদের সাথে আগতরা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করায় তাঁদের বের করতে পুলিশে বেগ পেতে হয়েছে। এতে পরীক্ষার শুরুর আগে সমস্যা হলেও সঠিক সময়ে নিয়ম মোতাবেক পরীক্ষা শুরু হয়েছে।
জানতে চাইলে রামগতি রামগতি থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন জানান, পরীক্ষার নির্ধারিত সময়ে পুলিশ সদস্যরা অভিভাবকদের কেন্দ্র ছেড়ে যেতে অনুরোধ করলে একজন পুলিশ সদস্যেকে অশালীন মন্তব্য করলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে তোফায়েল নামের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩