১২:০৩ পূর্বাহ্ণ, ফেব্রু ০১, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সময় হাতেনাতে ধরেও উৎকোচ নিয়ে ছেড়ে দিয়েছে লক্ষ্মীপুর বিদুৎ বিভাগের কর্মীরা।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার কালিবাড়ী সংলগ্ন আমিনুল হক ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় ওই বাড়ির প্রবাসী কামাল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার দীর্ঘদিন যাবত বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে নিজ বাসায় মোটরসহ বিভিন্ন কাজে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পিডিবির ৬জন কর্মী ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের সত্যতা পান।
এ সময় বিদ্যুত বিভাগের কর্মচারীরা বৈদ্যুতিক একটি মোটর থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের গাড়িতে নিয়ে তোলেন। এক পর্যায়ে জেসমিনেল অনুরোধে তিন কর্মচারী ওই ঘরে প্রবেশ করে আলোচনার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করেন। রফাদফার পর মোটরটি গাড়ি থেকে নামিয়ে দেয় বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
লক্ষ্মীপুর পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ফাউজুর রহমান শাকেরের নিকট এ বিষয়ে ফোন করে তার মতামত জানতে চাইলে তিনি খোঁজ খবর নিয়ে জানাবেন বলে এ প্রতিবেদককে জানান।
অবৈধ বিদ্যুৎ ব্যবহারের সময় হাতেনাতে ধরেও বখরা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩