৯:০৪ অপরাহ্ণ, এপ্রি ৩০, ২০১৮
বিশেষ প্রতিবেদক : অনুসন্ধানী সাংবাদিকতা ও সেরা প্রতিবেদনের জন্য ১০ সাংবাদিককে সম্মাননা দিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাব। এরমধ্যে দৈনিক মেঘনারপাড় পত্রিকার পরিবারের ৩জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান ও বার্তা সম্পাদক কাজল কায়েস।
রোববার (২৯ এপ্রিল) লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল সাংবাদিক সেরা প্রতিবেদকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মেঘনারপাড় ছাড়াও আবুল কালাম আজাদ দৈনিক যুগান্তর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি। সাজ্জাদুর রহমান বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট। কাজল কায়েস দৈনিক কালের কন্ঠ, জাগোনিউজ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের লক্ষ্মীপুর প্রতিনিধি।
যুগান্তরে ইলিশ নিয়ে একটি তথ্য বহুল প্রতিবেদন করেন আজাদ। যার শিরোনাম ছিল- লক্ষ্মীপুরে মেঘনায় ধরা পড়েছে ৮শ’ কোটি টাকার ইলিশ, এক বছরে উৎপাদন বেড়েছে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন। এ প্রতিবেদন করায় তিনি পুরস্কারের জন্য মনোনীত হন।
সাম্প্রতিককালে লক্ষ্মীপুরকে সয়াল্যান্ড হিসেবে ঘোষণা করেছে সরকার। আর সয়াবিন নিয়ে বাংলানিউজে ধারাবাহিক প্রতিবেদন করে পুরস্কারের জন্য মনোনীত হন সাজ্জাদ। প্রতিবেদনগুলোর শিরোনাম- লক্ষ্মীপুরে সয়াবিন চাষ হুমকির মুখে, ফসলি জমিতে জল, লক্ষ্মীপুরে আবাদ ব্যাহত, লক্ষ্মীপুরে সয়াবিন পঁচে ২৫২ কোটি টাকার ক্ষতি, লক্ষ্মীপুরে ৪০ হাজার হেক্টর জমির সয়বিন পানি নিচে ও চারদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, হতাশ কৃষক।
সম্প্রতি লক্ষ্মীপুর সদর থানা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেন কালের কন্ঠ’র প্রতিনিধি কাজল কায়েস। যার শিরোনাম ছিল- ‘রাতের থানা, সৌন্দর্যে মুগ্ধ সেবায় ক্ষুদ্ধ’। এ প্রতিবেদন দিয়ে তিনি সেরা ১০ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া তিনি খোকনের শাসন চুপচাপ প্রশাসন ও গায়ে ছিল স্যান্ডো গেঞ্জি পকেট পেল কোথায় ? শিরোনামে তথ্যবহুল প্রতিবেদনগুলো প্রেস ক্লাবের আহবানে জমা দেন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) সংসদ সদস্য মোহম্মদ নোমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য ও সহযোগী সদস্যদের কাছ থেকে জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত জেলার সমস্যা, সম্ভাবনা, অপরাধ, অনিয়ম-দুর্নীতির বিষয়ে তিনটি করে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান করা হয়। জমাকৃত প্রতিবেদনের মধ্যে থেকে ১০জন সাংবাদিককে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এছাড়াও পেশাগত কাজে নির্যাতনের শিকার ৪ জন সংবাদকর্মী ও প্রয়াত ৬ জন সাংবাদিককে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়।প্রেস ক্লাব সূত্র জানায়, তিন সদস্যের একটি জুরি বোর্ড গঠনের মাধ্যমে জমাকৃত প্রতিবেদনগুলো যাচাই বাচাই করে ১০ জন সাংবাদিককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩