১১:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
প্রবাহ ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গেলে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে সদর উপজেলার চররুহিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারজানা চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নন্দী বাড়ির রিক্সাচালক বাসু মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিক্সা করে কিশোরীটি তার মায়ের সাথে জেলা শহর লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত গলার ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে করে ফারজানার গলায় ফাঁস লাগে।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে পথে মারা যায়।
এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, বিষয়টি আমি জেনেছি। এটি একটি নিছক দুর্ঘটনা। পরিবারের লোকজন এসে আমার নিকট নিয়ম অনুসারে দাফন করতে চাইলে আমি তাদের সাথে একমত পোষণ করি।