• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | ভোর ৫:১১
  • আর্কাইভ

‘অজ্ঞান পার্টির খপ্পরে’ নির্বাহী প্রকৌশলী

৭:০৬ অপরাহ্ণ, ফেব্রু ১১, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। এসময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনসেট ও ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা থেকে লক্ষ্মীপুরে আসার পথে বেগমগঞ্জ এলাকায় উপকূল পরিবহণে পাশের সিটের তিনি অজ্ঞান পার্টির এক সদস্যের দেওয়া খেজুর খান। বিকেলে উন্নত চিকিৎসার জন্য চেতনাহীন প্রকৌশলী নাসরুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরআগে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, প্রকৌশলী নাসরুল্লাহ বাস থেকে নেমে কিছুটা অসুস্থ অবস্থায় কার্যালয়ে আসেন। এসময় তিনি বাসে পাশের যাত্রীর দেওয়া খেজুর খাওয়ার কথা জানান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে। পরে কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, কুমিল্লা থেকে উপকূল পরিবহণে অফিসে উদ্দেশ্যে রওয়ানা দেন। আসার সময় বাসে তার পাশের সিটে ‘ছদ্মবেশি’ অজ্ঞান পার্টির এক সদস্য বসে। একপর্যায়ে ওই ব্যক্তি প্রকৌশলীকে খেজুর খেতে দেয়। খেজুর খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় তাঁর মোবাইল ফোনসেট ও ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com